গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে (রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ) মহাসড়কে ঢাকা কোচের ধাক্কায় অজ্ঞাত নামা এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ৭ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উত্তর বালিয়াঘাটা হাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাই সাইকেল যোগে বৃদ্ধ বাড়ীর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ রানিহাটি যাওয়ার পথে (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) সড়কের উত্তর বালিয়াঘাটা হাতা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী হানিফ এন্টারপ্রাইজের একটি ঢাকা কোচ বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোদাগাড়ী মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এস আই) মামুন -অর- রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে । নিহত বৃদ্ধর পরিচয় এখনো পাওয়া যায়নি।