ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘মুক্তিযুদ্ধ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টির লড়াই’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 3:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার

মুক্তিযুদ্ধ নির্দিষ্ট কোনো ধর্মের রাষ্ট্র গঠনের লড়াই ছিল না। এ লড়াই ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টির, মানবাধিকার প্রতিষ্ঠার এবং দুই বাংলার মধ্যকার মৈত্রীর বন্ধন দৃঢ় করার।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এবং মুক্তিযুদ্ধের ৫০ বছর সামনে রেখে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি গতকাল রোববার বিকেলে ওয়েবিনারটির আয়োজন করে।

এতে অংশ নেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইতিহাসবিদ সুরঞ্জন দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর কুমার দাস, প্রখ্যাত সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির, সাবেক সাংসদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি কৌশিক মৈত্র, সম্পাদক ইলোরা দে প্রমুখ।

ওয়েব সেমিনারে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের ৫০তম বিজয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা কৃতজ্ঞতার সঙ্গে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে তাঁর আদর্শ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা দেন।

সেমিনারটি শুরু হয় রোববার বিকেল ৫টায়। শেষ হয় সন্ধ্যা ৭টায়। এতে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ, নীতি ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে সুখী–সুন্দর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ারও আহ্বান জানান তাঁরা।

সূত্র : প্রথম আলো