রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন
রাঙ্গুনিয়া প্রতিনিধি: পূবালী ব্যাংক পিএলসি এর ২২৩ তম উপশাখা রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা শুভ উদ্বোধন হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে তৈয়বিয়া মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাঈনুদ্দিন।
প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম। পূবালী ব্যাংক চন্দ্রঘোনা উপশাখার সিনিয়র কর্মকর্তা মো. নাছির উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ.কে. এম. মাসুদ, চট্টগ্রাম লালদিঘী শাখার সহকারী মহাব্যবস্থাপক সুবীর দাশ গুপ্ত, তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এম নাসিমউদ্দীন কাউসার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী প্রমুখ।