ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র টিটুর সাথে সাংবাদিকদের মতবিনিময়
আরিফ রববানী,(ময়মনসিংহ) ঃ সম্প্রতি একনেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত ১৫৭৫ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন এবং সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ময়মনসিংহের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
সোমবার (১৪ই ডিসেম্বর)বেলা ১১ টা ৩০ মিনিটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে আয়োজিত উক্ত সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোকপাত করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
মতবিনিময়ে মেয়র টিটু বলেন, যানজট নিরসন, সড়ক সুপ্রশস্ত করা, আধুনিক বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিনোদন ব্যবস্থা গড়ে তোলা জনদাবির মধ্যে রয়েছে৷
এছাড়াও জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক নগর ভবন গড়ে তোলা, স্বাস্থ্য-শিক্ষা-পরিবেশ উন্নয়নের বিষয়গুলো মাথায় রেখে নানাবিধ কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।
‘আধুনিক ও পরিকল্পিত নগরী গড়াই মসিক মূল লক্ষ্য’ উল্লেখ করে সিটি মেয়র বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার দিক দিয়ে দ্বাদশ হলেও কর্ম ও নাগরিক জীবন ব্যবস্থাকে সাবলীল করার মাধ্যমে আমরা প্রথম হতে চাই। এই লক্ষ্য নিয়েই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।
মসিকের বিভিন্ন নাগরিক সেবা তুলে ধরে মেয়র ইকরামুল হক টিটু বলেন, একটি পরিকল্পিত সিটি করপোরেশন গড়তে হলে একটি মাস্টারপ্ল্যান দরকার। শপথ গ্রহনের পর প্রথম সেদিকেই আমরা দৃষ্টিপাত করি। মহানগরীর মাস্টারপ্ল্যান করার জন্য নগর উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে একটি কার্যক্রম হাতে নেই এবং ২০১৯ এর ডিসেম্বরে মাস্টারপ্ল্যানটি আধুনিকায়ন করা হয়।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মহোদয় ময়মনসিংহে পাঁচটি অনলাইন সার্ভিসের মাধ্যমে নাগরিক সেবা উন্নত করার একটি উপহার আমাদেরকে দিয়েছিলেন। যার মাধ্যমে নাগরিকরা ঘরে বসে সেবাগুলো পাচ্ছেন। একই সাথে আমাদের প্রাত্যহিক কাজগুলোকে আরও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করেছে মসিক। এটিকে আরও বেগবান করারও কর্মপরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মসিক সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ মসিকের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।