কুষ্টিয়া লক্ষিপুর পশু হাটে হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১
আজিজুল ইসলামঃ কুষ্টিয়ার ইবি থানাধীন লক্ষিপুর পশু হাটের সন্নিকটে হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১।
আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে একটি বিছালী বোঝায় আলমসাধু ঝিনাইদহ হতে কুষ্টিয়া যাওয়ার পথে পশুর হাটে পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা একটি গড়াই বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ড্রাইভার ও বিছালীর উপর বসে থাকা ড্রাইভার এর ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ড্রাইভার এর ছেলে তাপসিরে মৃত্যু হয়। ড্রাইভার মহিবুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিহত তাপসির(১৩) ড্রাইভার আসলাম সাধু মহিবুরের ছেলে। সাং-কামারপাড়া, থানাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়া।
দূর্ঘটনার সাথে সাথে গড়াই গাড়িটি দ্রুত ঝিনাইদহের দিকে চলে যায়।