ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক নিহত, আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 3:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিম নগরে পারিবারিক কলহের জেরে মো. সুমন (২৭) নামে পোশাক শ্রমিক শ্যালকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার ভগ্নিপতি ( দুলা ভাই) । এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ভগ্নিপতি মো. হাবিব উল্লাহকে (৩২) আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে নয়া বাজার এলাকার লিটন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো, সুমন কিশোরগঞ্জ সদর উপজেলার রমিসাবাদ গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ও ফতুল্লার নয়া বাজার এলাকার লিটনের বাড়ির ভাড়াটিয়া। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক পদে কর্মরত ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক সোহাগ সাহা জানান, রাতে নিহতের বোনের সাথে তার ভগ্নিপতির বাচ্চার খাবার নিয়ে জগড়া হয়। ওই সময় সুমন ঘটনাস্থলে উপস্থিত হলে তার সাথে ভগ্নিপতির বাক বিতন্ডের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভগ্নিপতি হাবিব উল্লাহ তার শ্যালক সুমনকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভগ্নিপতি হাবিব উল্লাহকে আটক করা হয়েছে ও মামলা প্রস্তুতি চলছে।

আটকৃত মো. হাবিব উল্লাহ কিশোরগঞ্জের সীমান্ত পুর গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে ও নয়া বাজারের লিটনের বাড়ির ভাড়াটিয়া ও রাজমিস্ত্রী।