রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহিলা সাংসদ মিতা
লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ আজ শুক্রবার সকালে রাজশাহী নগরীর বুলনপুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় মানণীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। কম্বল ও চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর মহিলা সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।
সাংসদ মিতা বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেইন বানু, পুঠিয়া উপজেলা মহিলালীগের সভাপতি পরিজান বেগম, বোয়ালিয়া থানা আওয়ামীলীগের সদস্য আমিরুল হোসেন জুয়েল,যুব মহিলালীগের সভাপতি শরিফা খাতুন, জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর হাসান, ৪ নং ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী মনজুরা বেগম। মহিলা সংসদ সদস্য আদিবা আনজুম মিতার উদ্যোগে নগরীর ও বিভিন্ন উপজেলার ১০০জন মানুষের মাঝে এই উপহার প্রদান করা হয়।