ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়া ধুনট, গাঁজার গাছ দুইটি আটক একজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 12:02 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

মোঃ হেলাল উদ্দিন সরকার , ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার ধুনটে দুইটি গাঁজার গাছসহ ওসমান প্রামানিক (৫৫) নামের এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে দুইটি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওসমান প্রামানিক চিথুলীয়া গ্রামের মৃত. রইচ উদ্দিন প্রামানিকের ছেলে। পুলিশ জানায়, ওসমান প্রামানিক প্রশাসনের চোখ ফাকি দিয়ে বাড়ির পুকুর পাড়ে দুই টি গাঁজার গাছ রোপন করে। গাছ দুইটির উচ্চতা প্রায় ১০ ফুট এবং ওজন ১৮ কেজি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওসমান প্রামানিকের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে বাড়ির পাশে পুকুর পাড়ে দুইটি গাঁজার গাছ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

গ্রেফতারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওসমান প্রমানিকের দুই সহযোগি পালিয়ে যায়। ধুনট থানার অফিসার্স ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত গাঁজা চাষী ওসমান প্রামানিক ও পালাতক দুইজন সহ মোট তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওসমান প্রামানিক কে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।