ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর পরিবারকে প্রচারণায় বাধা ও হুমকি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 11:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: কুলাউড়ায় পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অালহাজ্ব শফি আলম ইউনুছের পরিবারের সদস্যদের প্রচারণার সময় বাধা ও লাঞ্ছিতের ঘটনার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রমতে, বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় কুলাউড়া পৌরসভার ৭নং ওয়াডের দিঘীরপার পাশ্ববর্তী ভোটার কুদি মিয়ার বাসায় নারিকেল গাছ প্রতীকের ভোট চাওয়ার সময় এ ঘটনা ঘটে। শফি আলম ইউনুছের স্ত্রী ও মেয়ে জয়পাশা এলাকার কুদি মিয়ার বাড়িতে প্রবেশ করে ভোট চাইতে যান। এসময় ইসমাইল, শাওন ও ইশতিয়াক নামের লোকজন দ্রুত ওই বাড়িতে ডুকে তাদেরকে প্রচারণায় বাধা দিয়ে সরে যেতে খারাপ অাচরণ শুরু করে। এক পর্যায়ে তারা সন্ত্রাসী কায়দায় হুমকির মাধ্যমে বলে চলে যাও চলে যাও বলে ধাক্কাধাক্কির পরিবেশ সৃষ্টি করে। নৌকার মার্কার স্লোগান দিয়ে পরিবেশ অশান্তি শুরু করে।

এক পর্যায়ে মেয়রের স্ত্রী তাদের বলেন অামি কেন তুমাদের কথায় চলে যাবো ভোট চাওয়া এটা অামার গণতান্ত্রিক অধিকার অামি অামার প্রচারণা শেষ করে যাবো। তারপরও তারা পিছু হটেনি।

ঘটনার খবর পেয়ে শফি অালম ইউনুছের শালা মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, জামাতা যুবলীগ নেতা অাব্দুল্লাহ আল মনি, ছেলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান নুর তাদেরকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়রাও উপস্থিত হয়ে ঘটনা প্রতিরোধ করার প্রস্তুতি নিলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অালহাজ্ব শফি অালম ইউনুছের ছেলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনের অাগেই যদি এরকম বাধা ও হুমকি ধামকি শুরু করে তাহলে ভোটের দিন বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের সঠিক তদারকি ও আইনশৃঙ্খলা বজায় রাখার দাবি জানাচ্ছি।

স্থানীয় এক ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, অামাদের এলাকায় এমন ঘটনার খবর শুনার পর থেকে স্থানীয়রা আতংকের মধ্যে রয়েছেন। দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়কে ঘটনার বিষয়টি অবগত করা হয়েছে। এসময় ওসি বলেন, সব প্রার্থীরা তাদের ভোট প্রচারণা শান্তিপূর্ণভাবে ঝুঁকিমুক্ত প্রচার প্রচারণা করার লক্ষে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।