ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাতক্ষীরায় শাকদাহ মোড়ে বাস দুর্ঘটনায় নিহত দুই, আহত ১০

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 5:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা:সাতক্ষীরা –খুলনা মহাসড়কের শাকদাহ নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত এবং দশ জন আহত হয়েছে ।

গতকাল সকাল ১০ টার সময় পাটকেলঘাটা থানার ব্রিজ সংলঙ্গ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি । নিহতরা হলেন শ্যামনগর উপজেলার আড় পাংশিয়া গ্যামের মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল একই গ্রামের বনমালি মন্ডলের ছেলে অন্তিম মন্ডল । পুলিশ জানায় খুলনা থেকে ছেড়ে আশা খুলানা মেট্রো-জ-০০-০৪-০০৬৯ নং বাস সাতক্ষীরা গামী একটি যাত্রিবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে একটি ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রন হরিয়ে সড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে যায় । এতে ঘটনা স্থলে ২জন নিহত হয়।

এসময় আহত হয় আরো ১০ জন । এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক । নিহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে খবর পাওয়া মাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ করেন ।