রৌমারীতে ধর্ষণের ঘটনা ধামাচাপার অভিযোগ যৌন নির্যাতনের পৃথক অভিযোগে দুই মামলা
আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের রৌমারীতে আড়াই লাখ টাকায় ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিস বসিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
ধর্ষণের ঘটনাটি ঘটে উপজেলার সায়েদাবাদ এলাকায়। অভিযোগ অনুযায়ী, সেখানে ভাড়া থাকা এক নারীকে ধর্ষণ করেন বাড়ির মালিক। বিষয়টি নিয়ে গত শনিবার রাতে ধর্ষকের বাড়িতে সালিস ডাকেন ইউপি চেয়ারম্যান সরবেশ আলী। বৈঠকে উপস্থিত থাকা এক ব্যক্তি জানান, ঘটনার সত্যতা পাওয়ার পর সরবেশ আলী অভিযুক্তকে আড়াই লাখ টাকা জরিমানা করেন।