ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 8:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে এক কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার তারাবো পৌরসভা এলাকায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ধর্ষিতার পিতা বাদী হয়ে রাব্বি মিয়া ও নাজমা বেগম নামে ২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাব্বি মিয়া তারাবো দক্ষিণপাড়া বালুরমাঠ এলাকার আব্দুল হাইয়ের বাড়ির ভাড়াটিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী একটি তেলের মিলে কাজ করতো। গত ১২ জানুয়ারী রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাব্বি মিয়া ও তার সহযোগীরা কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে বন্দর থানার কেওঢালা গ্রামের রাব্বির খালা নাজমা বেগমের বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। পরে বুধবার (১৩ জানুয়ারি) কিশোরীর পরিবার কিশোরীকে নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান , ধর্ষণের ঘটনায় রাব্বি মিয়া ও তার খালা নাজমা বেগমকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।