ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শরীর, স্বাস্থ্য ও মন ঠিক রাখতে বিনোদনের বিকল্প নেই-ময়মনসিংহে আরিফ রববানী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 3:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার

ময়মনসিংহ প্রতিনিধি : ড্যান্স ও গান শোনা শুধু বিনোদনের অংশ নয়, স্বাস্থ্য ও মন ঠিক রাখতেও ডান্স ও গাণের ভূমিকা রয়েছে। শারীরিক ক্লান্তি দূর করে মানসিকভাবে চাঙা রাখতে সংগীতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু সৈনিক ময়মনসিংহ জেলা শাখার অন্যতম সদস্য সাংবাদিক আরিফ রববানী ।

তিনি ১৫ই জানুয়ারি রাত ১০টায় ভাবখালী ইউনিয়নের ভাবখালী জববার নায়েবের বাড়ী সংলগ্ন একতাই বল শক্তি ক্লাবের উদ্যোগে মুজিব বর্ষে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনের লক্ষ নিয়ে আয়োজিত বিনোদন মোলক অনুষ্ঠানে ডান্স সঙ্গীতাঙ্গনের উদ্ভোধনী বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বলেন-দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিয়ে বর্তমান প্রজন্মদের দক্ষ প্রতিভার অধিকারী হিসাবে গড়ে তুলতে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আকাশ আহমেদের সার্বিক সহযোগিতার আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা ময়মনসিংহ দলিল লিখক সমিতির সদস্য রফিকুল ইসলাম সিদ্ধাসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সাবেক ছাত্রনেতা আরিফ রববানী বলেন- দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং মুক্ত আধুনিক সমাজ গড়তে বর্তমান প্রজন্মদের কে সু-শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি বিনোদনমোলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী করে তুলতে সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।