নওগাঁর বদলগাছীতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বেইলি ব্রিজ,সংস্কারে ব্যবহার হচ্ছে অচল পাত,
রহমত উল্লাহ আশিকুর জামান নুর নওগাঁ প্রতিনিধিন : নওগাঁ জেলা বদলগাছী আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর গ্রামের নিকট নির্মিত পুরাতন ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের স্টিলের পাতা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়ে। গত ২৪ ডিসেম্বর বদলগাছী-আক্কেলপুর সড়ক বেইলি ব্রিজের স্টিলের স্লাব ভেঙ্গে মরণফাঁদ শিরোনামে সংবাদ প্রকাশের ২ দিন পর বেইলি ব্রিজটি সংস্কার করা হলেও এখনও ঝুঁকি কাটেনি।
বিষ্ণুপুর গ্রামের শিক্ষক আবু সাইদ রিপু ও ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন মূসা বলেন, বেইলি ব্রিজের ভেঙ্গে যাওয়া স্টিলের পাত পরিবর্তন করে আবারও পুরাতন ১ টি স্টিলের পাত সংযুক্ত করে সংস্কার করা হয়েছে। এবং তা আবার বেঁকে যাচ্ছে। ঝুঁকি এখনও কাটেনি। বদলগাছী আক্কেলপুর সড়কটি নওগাঁ জয়পুরহাটসহ বগুড়া জেলার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তার পরেও সরু নরবড়ে এই বেইলি ব্রিজে প্রায় সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে যুগ যুগ পেরিয়ে গেলেও এখানে নতুন ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসী জানায়, একদিকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ তার উপর অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বেইলি ব্রিজ ভারসাম্য হারিয়েছে। বদলগাছী উপজেলা কৃষি প্রধান এলাকা।
উপজেলার হাট বাজারগুলোতে প্রতিদিন হাজার হাজার মণ সবজি কেনাবেচা হচ্ছে। যোগাযোগ ব্যাবস্থা ভালো না হওয়ায় কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছে না জন্যই সঠিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর দাবি পুরাতন বেইলি ব্রিজ তুলে ফেলে সেখানে নতুন ব্রিজ নির্মাণের। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ জানান, ন ওগাঁ জেলার মধ্যে এখন একটি মাত্র বেইলি ব্রিজ রয়েছে। বিষয়টি উপরে অবগত করানো হয়েছে। সেখানে যাতে একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ করা যায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।