প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ : অভিযুক্ত গ্রেপ্তার
প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় সিদ্ধিরগঞ্জে এক তরুণী (২৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী তরুণী ইমরান হোসেন রনি (২১) নামে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রারী খাল এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে।
ইমরান হোসেন রনি পেশায় একজন অটোচালক। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করার সুবাধে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। গত ২ মাস যাবত অভিযুক্ত রনি ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো।
প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযুক্ত রনি ওই তরুণীকে ধর্ষণ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
ভূক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।