ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর হত্যা মামলায় গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 5:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী তরিকুল ইসলাম (৫০) হত্যা মামলায় স্বপন ব্যাপারী (৪৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ জানুয়ারি) রাতে ব্যাপারীপাড়া থেকে স্বপন ব্যাপারীকে আটক করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত ২৭নং আসামি।

এর আগে রোববার রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে আরো ৪০-৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, শনিবার (১৬ জানুয়ারি) সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ হয়।

এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তরিকুল ইসলাম পৌরএলাকার নতুন ভাঙাবাড়ি মহল্লার মরহুম আব্দুল কুদ্দুসের জৈষ্ঠ পুত্র । তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৮৫ ভোটে জয়লাভ করেন।