নিখোঁজের চারদিন পর শীতলক্ষ্যা নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরের সৌমবাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে সরকারি তোলারাম কলেজ ছাত্র সুজন মাহমুদ এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে নৌ পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।
নিহত সুজন মাহমুদ (২৪) বন্দরের দক্ষিন কলাবাগ এলাকার আবুল হোসেনের ছেলে ও সরকারি তোলারাম কলেজে অধ্যায়নরত ছিলেন।
নৌ পুলিশের নারায়ণগঞ্জ থানার উপপরিদক মো. ছগির হোসেন জানান, সোমবার দুপুরে নৌ পুলিশের সদস্যরা বন্দরের সৌমবাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। ওই কলেজ ছাত্রের মাথায় পেছনের অংশ কাটা। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চারদিন আগে সুজন মাহমুদ তার কলেজের এক বন্ধুর একটি অনুষ্ঠানে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। এ ঘটনায় চার দিন আগেই নিহতের ভাই শাহ জামান বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন। তার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।