ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্যামনগর ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 10:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

হুদা মালী,(শ্যামনগর)প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। সোমবার বিকাল ৪টায় শ্রীফলকাটি আলিফ কংক্রিট ব্রিকস হলরুমে কমিটি গঠন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শ্যামনগর উপজেলায় রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তৈয়বুর রহমান বাবলু সভাপতিত্বে,  আগামী তিন বছরের জন্য শ্যামনগর ফুটবল রেফেরী অ্যাসোসিয়েশন গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আইন অনুযায়ী পদাধিকারবলে সভাপতি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ও শেখ তৈবুর রহমান বাবলুকে সাধারণ সম্পাদক করে। এছাড়া বিভিন্ন টুর্ণামেন্টে রেফারি বরাদ্দ কমিটিতে শেখ আলমগীর হোসেন, মোঃ মনিরুল ইসলাম প্রধান শিক্ষক ও এমএম, মজনু ইলাহী সহকারী শিক্ষক। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র রেফারি জি এম জাহাঙ্গীর কবির , আবু নাঈম, মিজানুর রহমান,আবু তালেব, রিয়াজুল ইসলাম বাচ্চু, মাস্টার আব্দুল হামিদ, মোহাম্মদ মহিবুল্লাহ, মামুন, মাসুম, সোহাগ, রিয়াদ, ইলিয়াস ও রাকিব,আবু নাঈম প্রমুখ।