বিমানবন্দর ভিআইপি রোডে কাটা অংশে মারাত্মক দূর্ঘটনার দুদিনে ২জন আহতে এলাকাবাসী আতঙ্কিত
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- ১৮ জানুয়ারী নগরীর ৪১নংওয়ার্ডস্থ বিজয় নগর এলাকায় দীর্ঘ দিন যাবত বিমানবন্দর ভিআইপি রোডে কাটা অংশে ২/৩টি মারাত্মক সড়ক দূর্ঘটনায় এই পর্যন্ত ৪/৫জন পথচারী-যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে।
অত্যন্ত জনগুরুত্ব রোডে ওয়াসার পাইপলাইনের কারণে কাটা পড়া অংশে এই পর্যন্ত দুটি দূর্ঘটনায় দুই যুবক মারাত্মক আহত হয়ে পা ভেঙ্গে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে লৌহা জাহাঙ্গীর নামে প্রতিবেশী জানিয়েছেন।
গত দুদিন আগে মানবিক পুলিশ কমিটির সদস্য মোঃ সোহেল নামে এক যুবক শীতের কম্বল বিতরণ করতে গিয়ে রাত্রে আহত হয়েছেন বলে ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন প্রতিবেদক কে জানাই।
বিষয়টির ব্যাপারে কতৃপক্ষ কে পথচারী, যাত্রী সাধারণ গণ ওয়াসা-চসিক, সড়ক-জনপদ বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দা।