ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ চোর ট্রাম্পসমর্থক গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 1:10 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থীদের বিক্ষোভের দিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ ও হার্ড ড্রাইভ চুরি যায়। সেই ঘটনায় রাইলি উইলিয়ামস নামে এক ট্রাম্প সমর্থককে গ্রেফতার করা হয়।স্থানীয় সময় সোমবার (১৮ জানুয়ারি) ওই নারীর বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পেনসিলভেনিয়ার পুলিশ।  কিন্তু তার কাছ থেকে ঠিক কী কী উদ্ধার করা হয়েছে তা এখনও জানানো হয়নি।

আদালতে তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, গ্রেফতার নারীর প্রাক্তন সঙ্গীর দাবি ন্যান্সি পেলোসির বন্ধুরাও এই চক্রের সঙ্গে যুক্ত। তাদের কাছে ল্যাপটপ চুরি করার ভিডিও রয়েছে।

চুরি যাওয়া ল্যাপটপটি রাশিয়ার হ্যাকারদের কাছে বিক্রি করতে চেয়েছিলেন ওই নারী।

কিন্তু অজ্ঞাত কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। তবে ল্যাপটপের পাশাপাশি, হার্ড ড্রাইভ বা তেমন কিছু পায়নি পুলিশ। ল্যাপটপটি বিক্রি করতে না পেরে প্রমাণ লোপাটের জন্য হয়তো সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।