সৌদি আরবে হৃদরোগ মারা গেছেন রাজনগরের দুদু মিয়া
মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ জীবনকে নয় সংসারকে নিজেকে নয় পরিবার পরিজন ছেলো সন্তানদের সুখের জন্য আর কোন রকম বেছে তাকার জন্য জীবন যৌবনের কথা ভুলে গিয়ে সাত সমুদ্র তেরো নদী ফেরীয়ে মধ্যপ্রাচ্যের দেশে যাত্রা। মাস নয় সাল নয় বছর নয় যোগ যোগ অতিবাহিত হচ্ছে প্রবাস নামের কারাগারে।
জীবনের শেষ প্রান্তে চলে যাওয়া না ফেরার দেশে সংঙ্কট ময় এ দিনে পাশে নেই পরিবার পরিজন যাদের জন্য হাড়ভাঙা পরিশ্রম করে সাজিয়ে রাখা এই কত না রং মহল। ঠিক তেমনি সাজিয়ে সকলের কাছ থেকে চির বিদায় নিলেন সৌদি আরব প্রবাসী এক রেমিট্যান্স যোদ্ধা। গত ১৮ জানুয়ারি ২০২১ মঙ্গলবার সকালে সৌদি প্রবাসী মোঃ দুদু মিয়া (৬০) বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে বাসার অন্যান্য সহপাঠীদের সহযোগিতায় আল মুজ্জাল্লিফ নামক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুপুরে দুদু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
নিহতের লাশ স্থানীয় হাসপাতাল মর্গে রয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই দুদু মিয়ার লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে আশা করা যাচ্ছে। নিহত মোঃ দুদু মিয়ার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২নং উত্তর ভাগ ইউপির জোড়া পুর গ্রামের মৃত সুনুমিয়ার ছেলে ও জোড়াপুর গ্রামের মোঃ আনু মিয়ার ছোট ভাই তরুন সংগঠন সমাজ সেবক সোহেল মাহমুদের চাচা মরহুম মোঃ দুদু মিয়া। এ দিকে সৌদি মুজ্জাল্লিপ এলাকার প্রবাসী বাংলাদেশীদের পরিচিত মুখ সাদা মনের মানুষ দুদু মিয়ার মৃত্যুতে প্রবাসীদে মাঝে শোকের ছায়া নেমে এসেছে।