ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
মাহমুদুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী লোকাল বাসের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১৫ যাত্রী। নিহতদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ যাত্রী রয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের বগাইল নামক স্থানে টোল প্লাজায় হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে প্রকাশ,দুপুরে কাওরাকান্দি ঘাট থেকে দুরন্ত পরিবহনের একটি লোকাল বাস(ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) যাত্রী নিয়ে বগাইল টোল প্লাজায় নিয়ন্ত্রন হারিয়ে রেলিংয়ের উপর উঠে বাসটি উল্টে দুমড়ে মুচড়ে যায় ।
এতে ঘটনা স্থলেই ৩ জন নিহত হয়। এ সময় বাসে থাকা কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। নিহতদের মধ্যে দুই মহিলার পরিচয় পাওয়া যায়নি। বাকী একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার জীবননগরের পেয়ারাতলা গ্রামের রশিদ মোল্লা(৫৫)। তিনি শ্রমিকের কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে তার স্বজনরা জানান।
ভাঙ্গা হাইওয়ে থানাার ওসি ওমর ফারুক জানান, মাওয়া কাওরাকান্দি থেকে দুরন্ত পরিবহনের বাসটি আজ দুপুরে ভাঙ্গা টোলপ্লাজায় পৌছলে রেলিংএর সাথে ধাক্কা লেগে উল্টে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ,ফায়ার সার্ভিস ,থানা পুলিশ সহ স্থানীয়রা উদ্বার কাজ চালায়।