ডিএনসিসির উচ্ছেদকে ঘিরে মিরপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া
নবোদয় প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ডিএনসিসি ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এ ঘটনা ঘটে। এই এলাকাটিতে আটকেপড়া পাকিস্তানিরা বাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়কে একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয়রা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।
এ সময় ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পিছু হটেন। কিছুক্ষণ পর কয়েকশ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এগিয়ে এলে তারা পিছু হটেন।
এরমধ্যে বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ঘটনাস্থলে পৌঁছান। পরে ১২টার দিকে ফের উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনার কারণে নাগরিকদের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই যত বাধাই আসুক এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।