উত্তর রাঙ্গুনিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর রাঙ্গুনিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) দিনব্যাপী জমজমাট এই ফাইনাল খেলা উপজেলার ঐতিহ্যবাহী উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় সুরমা এক্সপ্রেস। তাদের প্রতিপক্ষ ছিল যমুনা এক্সপ্রেস। শুরুতে সুরমা এক্সপ্রেস ব্যাটিং-এ নেমে নির্ধারিত ১৪ওভার শেষে সব উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। পরে ১৪১ রানের জবাবে ব্যাটিং এ নেমে ১৩ ওভারে সব উইকেট হারিয়ে ৯৯ রানে অলআউট হয়ে যায় যমুনা এক্সপ্রেস।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামাইরহাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। সোহেল রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, দক্ষিণ রাজানগর ইউপি সদস্য আলমগীর হোসেন বাবু, লালানগর ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. মুছা, ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবুল কাশেম পাখি, মো. গিয়াস উদ্দিন হায়দার শওকত, মো. ছত্তার তালুকদার, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য স্থানীয় খেলোয়াড়ের নিয়ে উত্তর রাঙ্গুনিয়া রাশেদ স্মৃতি সংসদের পরিচালনায় প্রতি বছর এই টুর্ণামেন্টোর আয়োজন করা হয়।