মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্দ্যোগে নবনির্বাচিত কাউন্সিলরদের সংর্বধনা
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে আওয়ামীলীগ থেকে নবনির্বাচিত কাউন্সিলরদের সংর্বধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিরাজগঞ্জ জেলা শাখা।
শুক্রবার রাতে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খান বরাত এর সভাপতিত্বে, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: ওয়াছ করনী লকেটের পরিচালনায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারী ২০২১ ইং তারিখে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে নির্বাচিত কাউন্সিলররা হলেন- ২নং ওয়ার্ডের হাসানুল হক মোল্লা ফাহিম, ৩নং ওয়ার্ডের রিয়াদ রহমান, ৪নং ওয়ার্ডের আব্দুল জব্বার, ৫নং ওয়ার্ডের মামুনুর রশিদ মামুন, ৭নং ওয়ার্ডের মো: হোসেন আলী, ৮নং ওয়ার্ডের মো: নুরুল হক, ১০নং ওয়ার্ডের মো: বেলাল হোসেন, ১২নং ওয়ার্ডের মো: আব্দুল আলীম, ১৩নং ওয়ার্ডের মো: সাইফুল ইসলাম, ১৪নং ওয়ার্ডের মো: জাহাঙ্গীর আলম ভূট্টু, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা: স্বপ্না হাবিব, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাহমিনা খাতুন মিনা, ৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা: শিখা খাতুন, ১০.১১.১২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিরা খাতুন, ১৩.১৪.১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মো: রুমানা রেশমা।
এসময় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিজয়ী কাউন্সিলরদের ফুলেল মালা দিয়ে বরন করে নেওয়া হয়।