ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আগুনের পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 1:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 102 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় আগুনের পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল ১১ নং সেক্টর কুমারটে গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার মো. মাসুম (৪০), তাঁর প্রতিবন্ধী স্ত্রী সিমা বেগম(৩২), প্রতিবন্ধী বড় ছেলে মো. রাসেল (১৭) ও ছোট ছেলে রহমত উল্লাহ্ (১০)।

পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, পূর্বাচলের ১১ নং সেক্টর কুমারটে গ্রামে ডেসকোর অতিমাত্রার ভোল্টের তার ছিড়ে নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুতের উপর পড়ে। সেই তার বসতঘর পড়লে দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসিনুল কাদির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টিনের ঘরে আগুনে লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহত মাসুম মিয়ার দুই ছেলে ও স্ত্রী প্রতিবন্ধী ছিলেন। তাদের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।