ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ নিতে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 10:25 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 131 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় একটি সেনা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। এ খবর জানিয়েছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ।

তিনি বলেন, কিছুদিনের মধ্যে ভারত তার সেনাদল রাশিয়া পাঠাবে, এটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং এর মধ্যদিয়ে আমাদের কৌশলগত অংশীদারিত্বের এর নতুন অধ্যায় সূচিত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়া এবং ভারত ৫৪০ কোটি ডলার মূল্যের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চুক্তি সই করে। এই চুক্তির আওতায় রাশিয়া ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে।

এ বছরই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ভারতের কাছে পৌঁছাবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে পুরো চালান ভারতকে দেয়া হবে।