ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাজী মোঃ লাল মিয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 3:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার

হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি  ঃঃ নরসিংদীর বেলাব উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ লাল মিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার বেলাবো ইউনিয়নের টেকপাড়ায় নিজ বাড়িতে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

এ উপলক্ষে মরহুমের কবরে ফাতেহা পাঠ, কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল এবং এ‌তিম, গরীব দোস্তদের মাঝে খাবার বিতরণ করেন । নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শীতার্থদের মা‌ঝে কম্বল বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন প্রয়াতের সহ-ধর্মিণী রেখে যাওয়া দুই ছেলে বিপ্লবী ওয়ারকার্স পার্টির কেন্দীয় নেতা খলিলুর রহমান ও আলোকবালি ইউপি সচিব মোঃ খালেদ মাহমুদ মেয়ে আনোয়ারা বেগম ও মরিচাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহারসহ অনেকে।
উল্লেখ্য যে , বিগত ২০২০ সালে ১৮ জানুয়ারী উপজেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনৈতিক জীবন সংগ্রাম অতিবাহিত করেছেন। এলাকায় জীবন কালে সকল মহলের নিকট শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে অতিবাহিত করেছেন।