মুজিব বর্ষে সিরাজগঞ্জে নতুন পাকা বাড়ি পেলো ৭৯৬ টি পরিবার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃমুজিব বর্ষে সারাদেশে ন্যায়ে সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় নতুন পাকা বাড়ি পেলো ৭ শত ৯৬ টি ভূমি ও গৃহহীন পরিবার ।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঢাকার গণভবনে বসে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী নিজ প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সকল উপজেলা পরিষদ মিলনায়তনে এক যোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলনে কক্ষে সদর উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এসময় আরো উপস্থিত ছিলেন,
স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌঃ মোঃ গোলাম রাব্বী,সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন , জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে,এম হোসেন আলী হাসান , সহ সভাপতি আবু ইউসুফ সূর্য , সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আব্দুস সামাদ তালুকদার , ড.জান্নাত আরা হেনরী সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সবুর সেখ, রহুল আমিন সরকার, রাশিদুল হাসান রশিদ মোল্লা, আব্দুল মান্নান, সহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনায় করেন , সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ ।