বিজয় দিবস উপলক্ষে সেবামূলক কর্মসূচী পালন করলো সামাজিক সংগঠন “বন্ধন”
রাজন আবেদীন রাজু মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে “বন্ধন”একটি সমাজ সেবামূলক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচীর মাধ্যমে উদযাপন করে বিজয় দিবস ২০২০।
জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণসহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় আরও ২শতাধিক। এছাড়াও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ৫শতাধিক।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদিনের সাথে কথা বললে তিনি জানান,বিনামূল্যে চিকিৎসা সেবা,রক্তের গ্রুপ নির্ণয়,মাস্ক বিতরণের পাশাপাশি তারা পবিত্র কোরআনের ক্ষুদে হাফেজদের মধ্যে পান্জাবী বিতরণও করেছেন।
সেবা নিতে আসা দরিদ্র পিতা রহমত মিয়ার সাথে আলাপ করলে তিনি বলেন,বন্ধন নামের এই সংগঠনটি সারাবছরই একটির পর একটি কর্মসূচী গ্রহণ করে,যা আমাদের মত নিম্নবিত্তদের জন্য খুবই প্রয়োজনীয় ও উপকারী।
বন্ধনের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম পাটোয়ারী বলেন,বন্ধন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে।শীতবস্ত্র বিতরণ,ঈদসামগ্রী বিতরণ,মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা,দুই টাকায় ইফতার বিতরণসহ করোনা সঙ্কটে নানাবিধ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে বন্ধন।
বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে এসে ডাঃসাইয়্যেদ কুতুব নাহিদ(এম.বি.বি.এস) বলেন,বন্ধনের এমন কর্মসূচিতে আমরাও আনন্দিত একারণে যে,অসহায় মানুষের সেবায় আমরাও নিজেদেরকে নিয়োজিত রাখতে পেরেছি তাদের সহযোগিতায়।আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেবা দেয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ আসিফ আব্দুল্লাহ(এম.বি.বি.এস),ডাঃ তানভীর আহমদ(এম.বি.বি.এস),ডাঃ সালওয়া জান্নাত(এম.বি.বি.এস) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা মাহমুদ প্রমুখ।