পিঙ্ক বল টেস্টে দুই উইকেটে ৪১ রানে ডিনারে ভারত
খেলাধুলা : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের ৷ প্রথম দু’ ঘণ্টায় অর্থাৎ ডিনার ব্রেকে যাবার আগে দুই ওপেনারের উইকেট হারিয়ে মাত্র ৪১ রান তুলেছে টিম ইন্ডিয়া ৷ ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (১৭) ও ক্যাপ্টেন বিরাট কোহলি (৫)৷
ইনিংসের দ্বিতীয় বলেই পৃথ্বী শ-কে প্যাভিলিয়নের পথ দেখিয়ে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনেদেন মিচেল স্টার্ক৷ ভিতরে আসার বলে পৃথ্বীর স্টাম্প ছিটকে দেন বাঁ-হাতি অজি স্পিড-স্টার৷ গোলাপি বলের খেলতে নেমে খুব তেমন একটা ভালো করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা ৷ স্টার্ক এবং জোস হ্যাজেলউডকে ভয়ঙ্কর বলিং তোপে ভালো করতে পারেনি দুই ওপেনার ফলে শূন্য রানে ফিরতে হয় পৃথ্বীকে। পৃথ্বী ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা৷ প্রথম ওভারেই আউট হতে পারতেন পূজারা৷ কিন্তু ভাগ্যের জোড়ে বেঁচে যান টিম ইন্ডিয়ার নম্বর তিন এই ব্যাটসম্যান৷
ময়াঙ্ক ও পূজারা লড়াই করে প্রথম ঘণ্টা সামাল দেন৷ অজি পেস আক্রমণের সুইং, পেস, বাউন্সের বিরুদ্ধে লড়াই করলেও রানের গতি অত্যন্ত মন্থর৷ প্রথম পাঁচ ওভারে মাত্র ৭ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ তবে ধীরে ধীরে ক্রিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ময়াঙ্ক এবং পূজার৷ ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২১ রান তোলে ভারত৷
এই দুই ব্যাটসম্যান যখন ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন ময়াঙ্ক প্যাভিলিয়নের রাস্তা ধরিয়ে ভারতকে ধাক্কা দেন প্যাট কামিন্স৷ ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হন ময়াঙ্ক৷ দুই ওপেনারই অনেকটা একইভাবে আউট হন৷ মাত্র ৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত৷