ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৪:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 26, 2023 - 8:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 132 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : 
দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার (২৬মার্চ) যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটির শুরুতে সূর্য্যদয়ের সাথে সাথে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পন করা হয়।
এ উপলক্ষে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে কুচ-কাওয়াজ ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এসময় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম ও অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম পতাকা মঞ্চে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে (মার্চফাস্ট) কুচ-কাওয়াজের সালাম গ্রহন করেন।
পরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান সহ উপহার তুলে দেয়া হয়।

স্বাধীনতা দিবসের এই কর্মসুচিতে জনপ্রতিনি মুক্তিযোদ্ধাগণ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।