ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 3, 2023 - 1:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি ছোটবড় শহরের ওপর একাধিক টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি রাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে করে ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।আরকানসাসের রাজধানী লিটল রক শহরের পূর্বদিকে ওয়াইন নামে একটি ছোট শহরের একজন বাসিন্দা অ্যাশলি ম্যাকমিলান জানান, টর্নেডোর সময় তারা সপরিবারে বাড়ির বাথরুমে আশ্রয় নিয়েছিলেন এবং একে অপরকে শেষ বিদায় জানাচ্ছিলেন এই ভেবে যে তারা নিশ্চিতভাবেই মারা যাবেন। তবে তাদের বাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তারা কেউই আহত হননি।

আরকানসাস রাজ্যের গভর্নর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফেডারেল সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।ডেলাওয়ার রাজ্যে প্রচণ্ড বাতাসে একটি বাড়ি ভেঙে পড়লে কমপক্ষে একজন নিহত হয়েছে।আমেরিকান বিদ্যুৎ কোম্পানিগুলো বলছে, সাত লাখেরও বেশি গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ নেই।

এক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে রোলিং ফর্ক নামে একটি ছোট শহরে এক প্রচণ্ড টর্নেডোর আঘাতে ২৫ জন নিহত হয়।তবে এখন বিভিন্ন অঙ্গরাজ্যেই সংস্কারের কাজ চলছে। উপড়ে পরা গাছ সরিয়ে নেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও ঠিক করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে আনার কাজ করছে কর্মীরা। এর আগে পাওয়ারআউটেজ ডটকম জানায়, খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।