ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়া ধুনট ইউএনও সঞ্জয় কুমার মহন্তের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 10, 2023 - 1:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ ধুনট (বগুড়া) উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও )সঞ্জয় কুমার মহন্তের বদলী জনিত বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ইফতারের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি.আই.এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইউএনও সঞ্জয় কুমার মহন্তের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা পরিষদ। সঞ্জয় কুমার মহন্ত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।