ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচী ও ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 10, 2023 - 1:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগঁার নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে যুগপৎ অবস্থান কর্মসূচি পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ দফা দাবিতে শনিবার বিকাল ৪টায় নিয়ামতপুর উপজেলায় এ অবস্থান কর্মসূচি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগঁা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাদরুল আমীন চৌধুরীর, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক ডাঃ আইনুর রহমান, নওগঁা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুর রহমান, হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমান মঞ্জু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন কিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান বদি, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম খলিলুর রহমান, রেজাউল ইসলাম, জাকারিয়া, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম রেজা চৌধুরী, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নওগঁা জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, বাংলাদেশ ছাত্রদল নিয়ামতপুর সরকারী কলেজ শাখার আহবায়ক সুলতান মাহমুদ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ শাখা আহবায়ক শাফিউল আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল এবং ইফতার বিতরণ করা হয়।