ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হালদা নদীতে মাছ অবমুক্ত করলেন ব্যারিস্টার আনিস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 10, 2023 - 7:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি:দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে মদুনাঘাট প্রাকৃতিক রেণু ও পোনা উৎপাদন কেন্দ্রে উৎপাদিত হালদার

কার্প জাতীয় মাছ (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) অবমুক্ত করেছেন হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর হাটহাজারীর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গনি চৌধুরী, জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, রাউজান উপজেলার সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর, হাটহাজারীর মোঃ ইমরান হোসেন (অ.দা), মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সবুজ, ডিম সংগ্রহকারী মোঃ শফিউল আলম প্রমূখ। এসময় সাড়ে তিনশ কেজি ওজনের মাছ অবমুক্ত করা হয়।

এসময় সাংসদ বলেন, হালদা নদী দেশের সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব সকলের। এখন ডিম ছাড়ার মৌসুম। কেউ যেন মাছ শিকার করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে। কেউ মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।