ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জে ২২ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 13, 2023 - 4:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলায় দুলাল নাথ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে বালাগঞ্জের নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়।

ফারুক বালাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের জবান উল্যার ছেলে। হত্যাকাণ্ডের ২২ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, ২০০০ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় বালাগঞ্জের চাঁনপুর গ্রামের মৃত কান্তি নাথের ছেলে দুলাল নাথ (৬৫) বালাগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে বালাগঞ্জ-তাজপুর সড়কের নবীনগরে পৌঁছামাত্র ফারুক মিয়া দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যান। পরবর্তীতে দুলালকে উদ্ধার করে বলাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরে দুলালের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কাজ শেষে বিজ্ঞ আদালত আসামি ফারুক মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিন্তু আসামি পলাতক ছিলেন। অবশেষে সোমবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।