চিরিরবন্দরে এক মহিলা সহ মোট চার জন মাদক ব্যবসায়ী আটক
মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক জন মহিলা সহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী আটক করেছেন চিরিরবন্দর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ওসি বজলুর রশিদ এর নির্দেশনায় এসআই মোঃশাহ আলম এর নেতৃত্বে উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর সরকারপুর গ্রাম থেকে মোঃ মাহাতাব হোসেন এর ছেলে মুরাদ বিন হোসেন ওরফে মিম(৪২) ও পার্বতীপুর উপজেলার হযরতপুর মন্ডলপাড়া গ্রামের মোঃমোখলেছুর ইসলাম এর ছেলে আবু নাঈম (১৯) কে ৬৮৬ ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও একটি এপাচি ফোর ভি মোটরসাইকেল সহ পুলিশ তাদেরকে হাতে নাতে আটক করে।
অন্য দিকে একই দিনে বিকেলে এসআই ইমাদ উদ্দিন মোঃফারুক ফিরোজ এর নেতৃত্বে উপজেলার নশতপুর ইউনিয়নের কসাই এলাকার মোঃছায়েদ আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী মোছাঃ কুলসুম (৪৩) তিনশত গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করেন থানা পুলিশ ।
সে সাথে আজ বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর এলাকা থেকে জীতেন চন্দ্র রায়ের কাছে ২৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট হাতে নাতে আটক করা হয়।
চিরিরবন্দর থানা ওসি বজলুর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাদের কে মাদক সহ হাতে নাতে আটক করা হয়। চিরিরবন্দর উপজেলায় যারা মাদক সেবন এবং ব্যবসা করে তাদের ছাড় নেই। এরকম অভিযান অব্যহিত থাকবে।