ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মধ্যনগরে প্রতিপক্ষের হামলায় দুই কৃষক আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 15, 2023 - 5:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের নবগঠিত উপজেলা মধ্যনগরে ধান পরিবহণের সময় হ্যান্ডট্রলিকে সাইড দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আশিক মিয়া ও ইব্রাহিম মিয়া নামের দুই কৃষক গুরুতর আহত হয়েছে। আশিক ও ইব্রাহিম উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমজোড়া গ্রামের সাজল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনা পরদিন সকালে জালাল মিয়া একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সাজল মিয়া ও বক্কু মিয়াসহ ১০ জনের নামে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে আহতরা ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আশিক ও ইব্রাহিম তাদের জমি থেকে ধান কেটে বিক্রির জন্য পাশের উপজেলা মোহনগঞ্জ নিয়ে যাচ্ছিল। বিকেল ৪টার দিকে আমজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পৌঁছালে বিপরতী দিক থেকে সাজল মিয়ার হ্যান্ডট্রলিকে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে আশিক ও ইব্রাহিম ধান বিক্রি করে মোহনগঞ্জ থেকে বাড়ি ফেরার সময় রাত ১০টার দিকে সাজল মিয়ার বাড়ি সামনে পৌঁছালে সাজল মিয়া ও তার ভাই বক্কু মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আশিক ও ইব্রাহিম গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাত দুইটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন সকালে আশিক ও ইব্রাহিমের বাবা জালাল মিয়া মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত সাজল মিয়া বলেন, হ্যান্ডট্রলিরে সাইড দেওয়াকে কেন্দ্র করে তারা (আশিক ও ইব্রাহিম) আমার ভাগ্নেকে মারধর করে। এ ঘটনার জেরে পোলাপান তাদের মারধরে করেছে। আমি কিছু করিনি। এখন অযথাই আমার নাম সামনে আনা হচ্ছে।

মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।