ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিরামপুরে দিওড় ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 17, 2023 - 10:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 307 বার
নূর ইসলাম, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭এপ্রিল) সকাল সাড়ে ১০টায়) দিওড় ইউনিয়ন পরিষদে নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল ও ইউপি সদস্যদের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম করা হয়। চাল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা।
এসময় আব্দুল মালেক মন্ডল বলেন, অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী অত্র ইউনিয়ের ৪২০৫ উপকারভোগী নিম্নআয়ের মানুষদের মাঝে বিতরণ করছি।
এসময় ট্যাগ অফিসার আশরাফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস সিমা, ইউপি সদস্য মুক্তার হোসেন, আজগর আলী, আজগর আলী (২), রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ফেন্সিয়ারা বেগম, আরিফুন্নাহ বেগম, ইউপি সচিব মাসুদুর রহমানসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।