ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে ১০ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার অন্তর্ভুক্ত বালিয়া ইউনিয়নে ১০ম শ্রেনির ছাত্রী শিমু আক্তার সুমাইয়া (১৬) গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১৯ এপ্রিল) রাতে উত্তর আরাজী গোপালপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেবিষয়ে বলতে পারেননি তার পরিবার।
আব্দুস সালামের কন্যা শিমু আক্তার সুমাইয়া তুরুকপথা বাজারের পারফেক্ট সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের ১০ম শ্রেনিতে অধ্যায়নরত ছিলেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ইফতার শেষ করে খাওয়ার পর নিজ শয়নকক্ষে চাচতো ছোট বোন সহ ঘুমিয়ে পরেন, কিছুক্ষন পর ছোট মেয়েটি বিছানায় না পেয়ে চিল্লাতে থাকলে সবাই ঘরে আসার পর দেখে ওড়না দিয়ে ঘরের সরের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে সে। তার নিজ চাচা সাইদুল ইসলাম ওড়না দিয়ে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে ওড়না কেটে নিচে নামান।
বিষয়টি পরিবারের পক্ষ থেকে ভূল্লী থানার পুলিশকে জানানো হয় ।
সংবাদ পেয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থানে এসে পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে (ওসি) আতিকুর রহমান বলেন গোপালপুর গ্রামে ১০ম শ্রেনিতে পড়ুয়া একটি ছাত্রী আত্মহত্যা করেছে সংবাদটি পেয়ে আমরা ঘটনা স্থানে তাৎক্ষণিক এসে দেখলাম তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি আইনি প্রক্রিয়া শেষে জানানো যাবে। মৃতদেহটি উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।