ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পার্বতীপুরে সড়ক র্দূঘটনায় দুই জন নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 3, 2023 - 7:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

নূর ইসলাম,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ভ্যানে দুই যাত্রী ভবানীপুরের দিকে যাচ্ছিলেন আর ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় চান্দাপাড়া এলাকায় পৌঁছালে দ্রতগতির ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ  ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।