ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আদালতের নির্দেশে কবরস্থান থেকে এক নারীর লাশ উত্তোলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 9, 2023 - 7:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আদালতের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে আগানগর ইমাম বাড়ি উঁচু কবরস্থান থেকে এক নারীর লাশ উত্তোলন করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের নির্দেশে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইমাম বাড়ি উঁচু কবরস্থান থেকে মোসাঃ মুনিয়া বেগম (৩৭), স্বামীঃ মোঃ রাজীব, কদমতলী ট্রাফিক বক্স সংলগ্ন, খালপাড় রোড, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেছেন । ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়মুতুল্লাহ ও ওয়ারী থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

জানা যায় যে, মোসা: মুনিয়া বেগম(৩৭) নামের এক নারী পিত্তথলিতে পাথর জনিত সমস্যা নিয়ে গত ২৭ রমজানে ঢাকার ওয়ারি হেলথ কেয়ার হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হয়। পরে অপারেশনকালে অবস্থা খারাপ হলে অন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এঘটনায় মুনিয়ার স্বামী মো: রাজিব (৪০) দায়িত্বরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। রাজিব ও মুনিয়া দম্পতি কদমতলী ট্রাফিক পুলিশ কার্যালয়ের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করত।