ঢাকা | জানুয়ারী ১, ২০২৫ - ২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 10:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ৮ মে বেলা ৫.৪৫ টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পাঁচ ছেলের মধ্যে তিন ছেলে প্রতিব›িন্ধ।

নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার জানান, নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের চাঁচাইবাড়ী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনকে ৯ মে মঙ্গলবার বেলা ১১টায় গ্রামের পারিবারিক গোর¯’ান মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ. উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, ওসি (তদন্ত) ফইমুদ্দিন, উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,

বীর মুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসানের জানাজায় অংশ গ্রহন করেন।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।