ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 5:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 144 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) রাত ৮টায় আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

তিনি বলেন, বিএনপি-জামায়েত লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবারো দেশকে সঠিক গতিতে এনেছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করেছে। দেশে এখন দিনে দুপুরে চাঁদাবাজি, ছিনতাই হয়না। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালিন তা হতো।

নেতা-কর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পদপদবি নিয়ে থাকলে হবে না। দেশে জঙ্গিবাদ যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেতা সবাই হতে পারে না, নেতা সে যে সঠিক সময়ে সঠিক পথ দেখাতে পারে। এখন সময় নিজেদেরকে সাংগঠনিকভাবে গুছিয়ে নেয়া। আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মানুষের মনে আওয়ামী লীগকে গেঁথে রাখতে হবে। মানুষকে বোঝাতে হবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।
সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো. এনামুল হুদা।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,

যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,  পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, মহিলা লীগের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, সৈয়দ মেহেদী হাসান রুবেল, যুব লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর শাখা ছাত্রলীগের আহবায়ক প্লাবন শুভ প্রমুখ।
এতে উপজেলা-ইউনিয়ন শাখাসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।