সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদলের বিরুদ্ধে সমন জারি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল(৫৫) এর নামে সমন জারি হয়েছে। সমন জারি হলেও অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার করছেনা সখীপুর থানা পুলিশ। এই মামলার অন্য আসামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার রিনি বর্তমানে জেল হাজতে রয়েছে।
সমন ও বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালত দৌলতপুর খুলনা সূত্রে সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সিআর ১১৮/২২, জাল জালিয়াতির মাধ্যমে সখীপুর পৌরসভার নিকাহ্ ও তালাক রেজিস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল ইসলাম কাজী বাদলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
ওই মামলার বাদী মোহাম্মদ জামাল আহমেদ বলেন, জাল জালিয়াতির মাধ্যমে কাজী বাদল ভুল তথ্য উপস্থাপন করে মিথ্যা কাবিননামা রেজিস্ট্রি করে ও বিভিন্ন ধাপে আফরোজা আক্তারের মাধ্যমে আমার নিকট থেকে ৭০থেকে ৮০লাখ টাকা হাতিয়ে নেয়। এ মামলায় কাজী বাদলের নামে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রভাবশালী ভাইস-চেয়ারম্যান কাজী বাদল দিবালোকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সখীপুর থানা পুলিশ অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার করছেন না।
সখীপুর থানা সূত্রে জানা যায়, কাজী বাদলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি এখনো পর্যন্ত জামিন নেননি।