ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কলমা ইউপি মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 8, 2023 - 12:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : তানোর উপজেলার কলমা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জমকালো ভাবে অনুষ্ঠিত করা হয়েছে।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বর্তমান সভাপতি পলি ও সাধারণ সম্পাদক শাহনাজ খাতুনকে আবারো সভাপতি সম্পাদক ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৬ই জুন ) বিকেলে কলমা ইউপির দরগাডাঙ্গা হাই স্কুল মাঠে এ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে কলমা ইউনিয়ন মহিলা লীগের সভাপতি শারমিন রিমা পলির সভাপতিত্বে ও শাহানাজ খাতুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না। এছাড়াও ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের

সাধারণ সম্পাদক আবু বাক্কার ,বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শারমিন রিমা পলিকে সভাপতি ও শাহনাজ খাতুনকে সাধারণ সম্পাদক হিসেবে আবারো নির্বাচিত ঘোষণা করা হয়।