ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় ইউপি সদস্য নয়ন মিয়া আর নেই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 14, 2023 - 4:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 115 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) নয়ন মিয়া অসুস্থতার কারণে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪জুন) ভোর ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

তিনি ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নোয়াবন্দ গ্রাম বড় বাড়ির বাসিন্দা মৃত দারগ আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

বিকেল পৌনে ৫টার দিকে নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামজ শেষে বাড়ির সামনে পুকুর পাড়ে পারিবারিক কবর স্থানে থাকে দাফন করা হয়।

তার বড় ছেলে কামরুল হাসান পাপ্পু পরিবারের পক্ষ থেকে ৬নং ওয়ার্ডের সকল বাসিন্দা সহ সবার কাছে তার আত্মার মাগফেরাত কামনা বলেন, তার বাবাকে যেন মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু তার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নয়ন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।