ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাদিম হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ জড়িতদের ফাঁসির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 9:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের সাংবাদিকেরা।

আজ সোমবার (১৯ জুন) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবিও জানানো হয়। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ নেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

এ সময় বক্তারা অবিলম্বে নাদিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে চেয়ারম্যানসহ তার লোকজন। এর মধ্য দিয়ে প্রমাণ করেছে গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আসামিদের শুধু গ্রেপ্তার করলেই হবে না বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। আমরা চাই গণমাধ্যম বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও একইসঙ্গে সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করা হোক।