তারাকান্দায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ-সার বিতরন
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ১০ ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ৯০০জন কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমে ২০২২-২৩ অর্থ বছরে উফশী রোপা আমন প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামুল্যে উফশী ধানের বীজ ও সার বিতরন করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা প্রশাসন এর সহযোগীতায় বীজ ও সার বিতরন উদ্বোধনী আলোচনায় উপজেলা কৃষিকর্মকর্তা অরুণিমা কাঞ্চি সুপ্রভা শাওন সভাপতিত্বে পধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড ফজলুল হক।
সভায় বক্তারা বলেন, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে উফশী জাতের ধান রোপন করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান কৃষিবান্ধব সরকার। সরকার ভর্তুকী দিয়ে বিনামুল্যে কৃষকদের মধ্যে সার-বীজ প্রনোদনা হিসেবে বিতরন করছেন। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলার উপকার ভোগী এবং কর্মকর্তা বৃন্দ।সঞ্চালনায় ছিলেন কাওসার আহমেদ খান।